কখনো ক্লান্ত হয়ে ফিরে আপন নীড়ে
অযথা কিছু নয় মনে পরে তোমাকে।
তোমার কোমল হৃদয়ে কত টুকু প্রেম জমাও
সে খবর রাখি না ঠিকই, তবে আমার হৃদয়ে তোমার তরে প্রেমের থেকেও মায়া বেশি জমে।
ইচ্ছেরা মেলে ডানা যদি পাঠানো যেতো নীল কোনো খামে তোমার নামের চিঠিখানা।
তুমি চিঠিখানা পেয়ে কতটা অধীর আগ্রহে কতবার পড়ে ফেলো যদি সেটুকু যেতো জানা!
তবে জানা না হোক তবুও পৌছাক আমার নীল খামের চিঠিখানা।
তোমার কাছে হয়তো হাজার শব্দ গুচ্ছ আছে জানা আমার তো শুধু ভালোবাসি এতটুকু শব্দই প্রিয় অন্য কিছু না।
আমার ভুল বানানের লেখা তোমাকে অবাক করবে না হয়তো। তবে বিস্ময় প্রকাশ করতে পারো!
হাতের এতো বিচ্ছিরি লেখা!
তবুও আমি বারবার তোমার জন্য লিখতে চাই নীলখামে মোড়ানো চিঠিখানা!