যদি আর দেখা না হয়
আর যদি কথা না হয়
যদি আর ফিরে না আসি
রয়ে যাবে শুধু কিছু স্মৃতি


না বলা কথাগুলো রবে নিরালায়
তাই কিছু কথা বলে যাই কবিতায়


জানবে যখন তুমি, এতো ভালোবাসা যায়?
পাবেনা তখন মোরে আর কারো সীমানায়
বুঝবে তখন তুমি এভাবে ও বাঁচা যায়?
কী করে শত কষ্ট লুকিয়ে হাসা যায়।


দেখেছো শুধু মোর রুদ্র রূপ খানা
আরেকটু ঝুঁকিলে দেখিতে পুরো টাই ফাঁকা
অনেক দেরি তে জেনেছি নিজেই
অভিনয়ে আমি নই একেবারে কাঁচা


বন্ধুদের সাথে আর হবেনা দেখা
এক হয়ে কিছু খাওয়া
হঠাৎ করেই কোন এক ট্যুরে যাওয়া
হবে না আর গলা ছেড়ে বেসুরো গান গাওয়া
নেশায় মত্ত হয়ে লাল নীল হলদে তারা দেখা
কাঁচুমাচু করে বন্ধুর কাছে হাত পাতা
জানি শুধু কতটা ভালোবাসি হবেনা কখনও বলা


আমারও আছে মন আছে কিছু ভালোবাসা
কষ্ট কারো সইতে না পারি এটাই দুর্বলতা
চিৎকার করে বলিতে না পারি
তোমাদের আমি কতটা ভালোবাসি