আমি হতে আসি নাই সেই কবি
আপনারে লইয়া যে করে মাতামাতি
রাখিতে চাই যতোনো করি
আপনো ভাবনা গুলি গাঁথি


আমি উন্নত আমি নত
আমি যোদ্ধা আমি বীর
আমি খণ্ডিত করিব শির
যে ধ্বংসে উদ্ধত মোর নীড়


আমি শিক্ষিত আমি জ্ঞানী
আমি জানিয়ে যাবই সত্য বানী
জীর্ণ শীর্ণ অসহায় পথভ্রষ্ট জাতি
দেখাবো শিক্ষার আলোক বাতি


আমি শুভ্রের মতো কোমল
আমি ফসিলের ন্যায় কঠোর
প্রতিবাদী রূপে আমি অনড়
হই অল্প শোকেই কাতর


আমি জাগ্রত আমি মহান
ক্ষুধা নিবারণে আমি সদা ধাবমান
ধরণীতে আছে যত ক্ষুধিত প্রাণ
হতে নাহি দেব কোন অনাকাঙ্ক্ষিত প্রয়াণ


উন্মাদ বলো আর করো অপমান
আপনারে করি আমি সম্মান
তুচ্ছ হয়েও করিব প্রমাণ
হবোনা কভু আমি অম্লান