হঠাৎ কোন এক সন্ধ্যাবেলা
তোমার সঙ্গে আমার দেখা
বুকের মাঝে মোচড় দিয়ে
উঠলো খানিক ব্যথা
ঝাপসা চোখে শূন্য বুকে
লাগলো মৃদু হাওয়া


অপলক নয়নে স্তব্ধ সময়ে
হারিয়ে যাচ্ছি আবার গভীরো স্বপনে
এত দিনের ব্যথা কত অভিমানী কথা
ফুঁপিয়ে উঠছে বিগলিত নানা ব্যথা
অসার হয়ে যাচ্ছে দেহ, কাঁপছে পা-দুখানা
কী থেকে কী যে বলি ভুলে সামাজিকতা


আজি ভিন্ন পথে দুজনেই সুখী
চাপা কান্না হয়ে লুকিয়ে তবু কাঁদি
করতাম যদি আরেকটু স্বীকারো নতি
একই পথের পথিক হয়ে হতাম বুঝি সুখী।