আরে ভাই একি যাতা কথা
হাজারো হোক গার্মেন্টস বলে কথা
না জানে লিখিতে না জানে পড়িতে
মূর্খ মানব না পারে বলিতে
নিজেরও মনের কথা
সে বলে মোরে দাও অধিকার
সমান করিয়া প্রথা
একি যাতা কথা!!
হাত নোংরা পা ধোয়না
সময় মেনে কাটেনা নখেরো মাথা
নাক সিটকায়ে বলো বারে বার
দেহ খানি তার নাজানি
কত না ব্যাধিতে ঠাসা!
সেও যদি বলে দাও অধিকার
কেমন টা লাগে বোঝ মর্মব্যথা?
আমি বলি দাঁড়াও দাঁড়াও
শুনে যাও ভাই আমার দুখানি কথা
ইটিস পিটিস বলছো কথা
ফুলিয়ে বুকেরো পাটা
চড়ছো গাড়ি ঘুরছো বিদেশ
ভাত না ছুঁয়ে খাচ্ছ যাতা
বলি সাহেব এসব পাচ্ছো কোথা?
পারলে মোদের ছাড়া ঘোরাও দেশের চাকা
বুঝব তুমি কত বাপের বেটা!!!
হ্যাঁ ভাই এসব সুই সুতারি খেলা
মোদের নোংরা হাতে গড়া