সারাদিন কেবল মরীচিকার মতো
ছুটে বেড়াই,
নেই কোন কাজ, ঘুড়ে বেড়াই আমি
কোন লক্ষ ছাড়াই।
কখনো কখনো মরীচিকা হই, তা নয়
বরং,
মরীচিকার পিছু পিছু ছুটি,
দিনভর খালি আমার কাজ
এই দুটি।
বাস্তবতাকে ফেলে এসেছি,
সেই গহীন নিভৃত্ব
কোন এক কোণে,
তাই ছুটি সারাক্ষণ, এই
উদাস ব্যকুল মনে।
কখনো উদাসী ভাব নিয়ে
বসে থাকি একান্ত
নীরবতায়,
কখনো ব্যথিত হই আমি
মরীচিকা ধরার
ব্যর্থতায়।

বন্ধু!
যদি তুমি চলে আসো
মোর হৃদয়ে,
এই সীমাহীন মৌনতায়;
একটু একটু করে বুঝিবে
সদয়ে,
পরে আছি কত শূন্যতায়।
এই তো মানবতাহীন মানব
হৃদয়।