বন্ধু! ভাবছো তুমি এই পৃথিবী স্বার্থপর,
তা নয়, চলছে এটা স্বার্থের ওপর।
কে তোমার আপন?
সুযোগে সকলেই তোমাকে পরাইবে কাফন।
দারা, পুত্র, পরিবার ও পরিজন,
পিতা-মাতা, ভাই-বন্ধু ও স্বজন;
ভাবছো তুমি এরাই তো তোমার আপন।
যে দিন হয়ে যাবে তুমি অনড়,
থাকবে না তোমার কোন গতি
তখন তারাই করবে তোমার দাফন।

বন্ধু চেনা যায় বিপদ এলে,
সন্মাননা থাকে ক্ষমতা বলে,
আর, ভালোবাসা চলে যায়_
ক্ষমতা হারালে।

হৃদ্রতার বন্ধনে আবদ্ধ তারা,
চলে যাবে তারা, তুমি হবে তখন
সর্বজন হারা।
আজ যদি তুমি হতে নেলসন মেন্ডেলা_
দেখতে পৃথিবী কতটা যে, আপন;
কাউকে না চিনলে সমাজ
তোমাকেই তো চিনত তখন।
তোমার অনেক সুনাম_
তুমি জাতীয় দলের একজন
নামকরা ক্রিকেটার,
বন্ধু বুঝবে তখনি, যখন একটি পা ভেঙে_
বসে থাকবে জগতের উপর।

এখন তুমি বুঝছো না কারণ
সুদর্শন চেহারা, সুন্দর তোমার কন্ঠস্বর,
কী জগতের নিয়ম? বুঝতে পারছোনা বন্ধু_
কেমন বিচিত্র কর্মভার।

জগত স্বার্থপর না,
কারো আপন না-
চলে অবিরাম, জগতের নিয়ম মেনে,
ভুল করেছো বন্ধু_
সুনিদ্দিষ্ট এই জগতের নিয়ম_
তুমি বন্ধু না জেনে।