আমি পেরেছি, পেরেছি সেই সুমহান বাণী ধরতে,
আমি পেরেছি পতিত আত্নাকে অবজ্ঞা করতে।
আমি পেরেছি অবজ্ঞা কৃত হৃদয়ের বেদন বুঝতে,
আমি পেরেছি দুঃসময়ে কালঘুম ডেকে আনতে।

হয়তবা, পার করেছি জীবনের এক তৃতীয়াংশ সময়,
অধ্যাংশ নতুবা কাল সকালে রবির হবে না উদয়।
হয়তবা চলে যাবো সকলের কাছে নিয়ে বিদায়,
ক্ষমা করো বন্ধু! স্মরি ব্যথা মনে, একান্ত মর্জি হয়।

ছিল না বন্ধু সাদা-কালোর ব্যবধান,
আমি চেয়েছিলাম গুনন্বিত কি আছে তোমার অবদান।
ছিলনা বন্ধু ধনি দরিদ্রের ব্যবধান,
আমি চেয়েছি চারিত্রিক কি আছে অবদান।

আসতে পারো বন্ধু! মরুর পথে শক্ত লাগাম ধরে,
অতিতের অনুতপ্তে, ভবিষ্যাৎকে সমৃদ্ধি করে।
আসতে পারো বন্ধু কোরআনের সুমহান বাণী ধরে,
অতিতকে ফেলে চারিত্রিক পরিবর্তন করে।