আমি পারব না, পারব না
সেই হৃদ্রতা দেখাতে,
যেখানে এক হয়ে আছে সকল
বাধা ব্যবধান,
যেখানে নেই কোন গুননন্বিত আত্বার
কোন অবদান।
যেখানে এক হয়ে গেছে সকল কালের
চারিত্রিক ব্যর্থতা,
যেখানে নেই কোন মানবাত্বার
প্রেমময় হৃদ্রতা।
যেখানে রয়ে গেছে অমার্জিত
শত কলুষতা,
যে হৃদয়ে আছে সীমাহীন কত
শত বর্বরতা।
যেখানে মিশেছে পতিত আত্বার
বন্ঞনা,
সেখানে গিয়ে কেমনে সহিব
শত লান্ঞনা।
যেখানে কালো আত্বার শত
বৎসরের ব্যবধান,
সেখানে কিভাবে করিব আমি
সীমাহীন অভিযান।