আমি জানি না, আমি বুঝি না
কবে হবে অবসান
এই নিরাসার,
অজস্র চিন্তা রাশি এই হৃদয়ে
পাব কি কোনদিন
অবসার।

এ ব্যথা তরু পতিত পত্রের মতো নয়
তার চেয়ে শতাধিক কঠিন
ও গভীর,
জানি না করে অন্ধকার দুরিভুত হবে
আগমন হবে
নতুর রবির।

এ রং লাগে না ভালো, করুণ রং
এ রঙে রঙিন হয়ে সেজেছি
আমি ঢং,
বদলাতে হবে এই দুরন্ত রং
আনতে হবে সেখানে প্রজাপতির
পাখনার রং।

বিষাদময় হৃদয়, আর লাগে না ভালো
বিষাদিত কন্ঠে জ্বালাতে চাই
একটু আলো,
নিরাশার বন্ধনে আবদ্ধ তাই-
কেমনে জ্বালাবো হৃদয় তো
নয় ভালো।

জানি একদিন দুরিভুত হবে, হবে
এই নিরাশার অনাকাংখীত
সেই রং,
হয়ত বা থাকব না সেদিন তুমি আর
আমি, জগতময় সাজবে, সেই
রঙের ঢং।

যে রং মানুষকে ভালোবাসতে জানে
জানে হৃদ্রতার বন্ধনে
আবদ্ধ রাখতে,
তাইতো সেই দিনের প্রত্যাশায় আমলা
যেদিন মানুষ একটু
শান্তিতে বাঁচবে।