জীবনে কাউকে অবজ্ঞা করিনি,
তাইতো, অবজ্ঞা কৃত হৃদয়ের বেদনা বুঝিনি।
কাউকে অবজ্ঞা করার যোগ্যতা কারোর নাই,
তবু এ হৃদয় একটু অবজ্ঞা করতে চায়।

পরিস্থিতি আজ আমাকে দিয়েছে পাল্টে,
মার্জিত রুচিবোধকে কি করে দেই উল্টে?
সমাজ বলেছে পতিত আত্বাকে অবজ্ঞা করতে,
পারবো কি সেই সুমহান বাণী আমি কি ধরতে?

সাদা-কালোর কোন ব্যবধান নেই আমার কাছে,
ধনি-দরিদ্রের, দুর্বল-সবলের ব্যবধান কি আছে?
ব্যবধান খালি দুর্বল আর সবল আত্বার,
ব্যবধান আছে চারিত্রিক ব্যর্থতার।

কি করে হাসির পাত্র হবো? লোক সমাজে,
অপরের ব্যর্থতাকে এ সমাজে সকলেই খোঁজে।
তাইতো ছয় লক্ষ আটচল্লিশ শত সেকেন্ডর নীরবতা,
কেমনে বাসিবো ভালো? যে হৃদয়ে আছে বর্বরতা।