ছিড়ে ফেলেছি, ডায়রীর সেই পুরানো পাতা,
যে পাতা লাগে না ভালো
আছে সেখানে বিষাদময় কয়েকটি কথা।
ভুলে গেছি আমি
কিন্তু ভুলাতে পারিনি এই পৃথিবীটাকে,
পারবো কিনা জানে এক অন্তর্যামী।
ভাবছো তুমি!
সেই ব্যর্থতার গ্লানি নিয়ে বসে আছি এখনি।
তা নয় স্মৃতির পাতায়,
পেনসিলের মলিন রেখায়,
মুছে ফেলেছি তখনি;
কেননা নেই কোন সম্ভবনা,
নেই কোন প্রত্যাশা_
তুমি অন্যের হয়েছো যখনি।
তবু হৃদয় আজ বিচলীত,
কারণ, হয়েছো তুমি নতুনে আবদ্ধ
তবু দুঃখ কেন তোমার অবধারিত।
আমি পেরেছি,
ভুলতে আঠারো কোটি, বিরানব্বই লক্ষ
ষোল হাজার ক্ষণ,
এখনই পারে, স্বরণ করিতে সেই জন?