বলি মন!
তুমি এমন হৃদ্রতা আর কাউকে দিও না,
তাহলে থাকবে না সে আর তোমার আপন।
ভালোবাসো ততোটুকু, নিতে পারো যার প্রতিদান,
তাহলে মরবে না তুমি, হারাবেনা হৃদ্রতা,
হতে পারে সামান্য অভিমান।

বলি মন,
এতো বেশি উপকার তুমি মানুষকে করো না,
সহ্য করতে পারবে না তার প্রতিদান, হবে ভীষণ।
যদি না পারো তুমি নিতে বিনিময়,
কি করে বাচবে তুমি,
হারাবে ভালোবাসা, হারাবে পরিণয়।
যাকে দিবে তুমি অনন্ত ভালোবাসা,
মারবে সে তোমাকে, ফেলে দিবে একাকিত্বে
প্রতিদানে পাবে তুমি সিমাহীন ব্যথা।
তুমি যদি দেও কাউকে এক বিন্দু সোনা,
দিবে সে তোমাকে সীমাহীন যন্ত্রণা আর
হৃদয় বিদারক ভৎসনা।
কাউকে যদি তুমি করো জীবন দান,
মরবে তুমি, বাচাবেনা কেউ-
এটাই উপকারের প্রতিদান।