আমি অসমাপ্ত জীবন যুদ্ধের এক
অপরাজিত সৈনিক,
যুদ্ধ এখনো থামেনি, চলছে রাত-দিন
অবিরাম দৈনিক।
হয়তবা ফিরতে পারি গাজি বেসে নতুবা
শহিদের সন্মানে,
নতুবা হতে পারে বিদায়, থাকবো কাল
অন্ধকার আনমনে।
আমি পার করেছি, ফেলে এসেছি জীবনের
এক-তৃতীয়াংশ সময়,
দিতে পারেনি নবজাতকের কোন উপহার
ব্যর্থ এ হৃদয়।
জানি না কবে হবে সেই বহু
আকাংখিত বিজয়,
রাত-দিন ছুটছে তারই জন্য এই
ব্যথাতুর হৃদয়।