আমি ফিরবো না, ফিরবো না আর দেশে,
আমি চলে যাবো, সেই ব্যথাতুরা- চির বনবাসে।
যে দেশে ধর্ষিতা কাঁদে দিবারাতে
পতিতাদের আড্ডাখানা,
যে দেশে নিষ্পাপ শিশু রাস্তায় কাঁদে
সৎ মানুষের আজবখানা।

আমি ফিরবো না, ফিরবো না আর দেশে,
যে দেশে লক্ষ মানব বন্দি আছে
অপরাধির বেশে।
যে দেশে নিষ্পাপ বোনের ব্যথাতুরা
অনাকাংখি মুত্যু আসে,
যে দেশে লক্ষ মানব অনাহারে
পতিতাদের ভালোবাসে।

যে দেশে সৎ সাহসী মফিজ হয়ে,
দিবা-রাতে দেখছে চেয়ে,
অসত্যেরই আড্ডাখানা
কষ্ট করে শুনছে তারা
সৎ মানবের কু-আলোচনা।
সধর্মেরই বলি দিয়ে,
শান্তির নামে অশান্তি এনে;
দিবা-রাতে চলছে তারা
অসত্যেরই দুঃসাহসী,
রক্তে কেনা বাংলা তবু-
কেমনে আমি ভালোবাসি?