বন্ধু! তুমি কি ভেবে দেখেছো?
আমাদের এই দেশ কত সুন্দর,
যেখানে আটষট্টি হাজার গ্রাম
এবং বহু নগর আর বন্দর।
যেখানে কালো মেঘের উপর,
ধবল দুধের মতো বলাকা উড়ে যায়,
পশ্চিম আকাশে সুর্য মাখিয়ে সিদুঁর।
যেখানে নক্ষত্র খচিত আকাশে উদায়মান সর্ণের চাঁদ,
তাঁরই মাঝে কোন পোড়া মুখি যেন
দিয়েছে কলংকের অপবাদ।
যেখানে বটের ছায়ায় মেষের রাখাল
বাজায় বাশের বাঁশি,
বামনের মেয়ে শত চান্দের মুখ
শুনিতো তাহা আসি।
যেখানে বকরীর পাল দল বেধে ছোটে
হেথা সেথা নিশি চল,
যদি দেখ তুমি অবাক হবে যেন
শিং ছাড়া হরিণীর দল।
যেখানে পল্লি বালা শিথি কেটে মাথায়
পরেছে অপরুপ শাড়ি,
চেয়ে দেখ বন্ধু! চেয়ে দেখ তোরা
কোথা হতে এলো এক ডানা কাটা পরী।
যেখানে নৌকার মাঝি ছুটিতে চলিছে
যমুনার বক্ষ চিরে,
শুনিবে কত গান তাদেরি মুখে
চলবে ধীরে ধীরে।
যেখানে বনের মাথায় কিচিমিচি ডাকে
শত শালিকের দল,
যাবি বন্ধু? দেখতে পাবি! যাবি?
যদি যাস তুই চল।
যেখানে ঘোর প্রভাতে অরুণ রাগে
রবির হয় যে উদয়,
সন্ধায় আবার করুণ স্বরে
নিয়ে যায় সে বিদায়।
যেখানে আধার রাতে তারকার দল
করিছে হানাহানি,
শত প্রেমিকের হাসির আঁভাস
চলিছে কানাকানি।