ফিলিস্থিনে আমি পৃথিবীর দরজা দেখেছি
সেটা অবরুদ্ধ দরজা
আমি আরো দেখেছি উর্ধে গমনের রক্তিম সিঁড়ি
যে সিঁড়ি বেয়ে প্রতিনিয়ত চলে যাচ্ছে
নতুন দিনের আলো না দেখা শত সহস্র পাখি।


বিনা মেঘে গর্জে উঠে প্রতিটা পাড়ায় পাড়ায়
মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় মৃত্যুর মিছিল
নিষ্ঠুর শকুন কেরে নিয়ে যায় মুখের খাদ্য
বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু
যেন মৃত্যু আর বেঁচে থাকার মাঝে এতটুকুও ব্যবধান নেই।


ফিলিস্থিনের মাটিতে নিষ্ঠুর শুকুনেরা জানে না
মৃত্যুকে তারা করেছে পরাজয়
ফিলিস্থিনিরা বীরের জাতি মরে একবার
জীবন ফিরে পায় তারা শত শত বার
হাজার বছর পরেও শোনা যায় সালাউদ্দিন আইয়ুবীর নাম।