পূব দিক হতে আসিতেছে মেঘ,
এক খন্ড বিরাট কালো মেঘ মাথার ওপর,
এখন দুপুরের শেষ সময্, তবুও যেন চারিদিক মনে হচ্ছে সন্ধার লগ্ন,
বিভত্স চেহারায্ পূবদিকে দেয্|লের মত দারিয্এ আছে বিরাট আকাশ,
হটাত্ করেই বৃষ্টি আসার আওয্|জ শোনা গেল,
দূরের কোনো এক গাঁয্ বৃষ্টি হচ্ছে এবং ধেয্এ আসছে আমাদের গামটিতে,
মুহূত্বেই চলে এল বৃষ্টি থেমে গেল কোলাহল,
যে কজন ছেলেপুলে খেলা করছিল দৌরে যে যার বারিতে পালালো,
মাঠের গরুর খুটা উপরে দিল রাখাল এবং গরু গুলো ছুটতে শুরু করল,
ওপারের রাস্তা দি এ বারিতে ফিরছে এক দল কৃষক,
ভিজে চুপসে গেছে তারা |
অদূরে একটি কদম গাছে চেচাচ্ছে একটি বুলবুলি,
মুরগীগুলো জরো হয্এছে উঠোনের এক কোণে,
একটু পাশেই লুডু খেলতে বসেছে সিপলু,লাবিব,মনিকা, আরো বেশ কজন লুডু পিয্ কিশোর |
খুবই জোরালো বৃষ্টি হচ্ছে,
দাদী মুরি মাখাতে বসেছে,নাকে আসছে খাঁটি সরিষার তেলের ঝাঁঝ,
হাতে নি এ আছি জহির রায্হানের হাজার বছর ধরে উপনাস এবং খাবার জন অস্থির হয্এ আছি দাদীর মাখানো মুরি, কল্পনার মাঝে আজ জন্ম নিচ্ছে  অনেক কবিতা, অনেক গল্প,
আষাঢে গল্প ***