বিকেলের আলো নিভে যাচ্ছে,
রক্তিম সূযটা লালটে থেকে হালকা ফাকাশে,
দূরের আকাশ দিয্এ উরে যাচ্ছে একঝাঁক পাখি,
রাখাল ছেলেটাও ফিরছে ঘরে,
সারাদিনের অক্লান্ত পরিশম শেষে নদী থেকে গোসল করে ঘরে ফিরছে ক্লান্ত কৃষক,
আবছা আবছা চারিদিকের এলাকা,
বুনের ঝোঁপে টুনটনিদের ডাক,
মেঘাচ্ছন্ন আকাশ,
শনশন বাতাস বইছে,
কুপিগুলো জ্বলতে শুরু করেছে জেলেদের নৌকায্,
বাঁশঝাড্ টায্ ডানা নাড্|লো বড্ পাখি,
নিঝুম চারপাশের পরিবেশ |