ছলনাময়ীর ছলনা
এম এ মাসুদ রানা

ভাংবি যদি হৃয়দ, কেন বাঁধলে
প্রেমের এই ঘর?
নরম কথার আওয়াজে বাজারে
তোল চরা দর।

জানি না তোমার হৃদয় গড়েছে
কি পদার্থ দিয়ে?
তুমি রুমাল চাপা দিলি মুখে
বিষ মিশিয়ে আতরে।

জানতে আজ ভীষণ ইচ্ছে করে
দয়া করে একটু বল,
আমায় ছেড়ে কার গগনে ঢালিস
শিবের মাথায় জল।