কতটুকু ভালোবাসো?
ভালোবাসি শিশিরকণা ঘাসের  স্নিগ্ধ ছোঁয়া।
ভালোবাসি মেঠো পথ ধরে গোধুলী যাওয়া।
ভালোবাসি মিষ্টি রৌদ্রে তোমার গান গাওয়া।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি কানের দুলে ঝংকার শব্দ।
ভালোবাসি কপালের টিপে আয়না মুখ।
ভালোবাসি পায়ের নুপূর চলার আওয়াজ।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি আলতা রাঙা পা হলুদ শাড়ি।
ভালোবাসি মেহেদী আঁকা হাত বেনী ফুলের খোঁপা।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি টিয়ে পাখি শেখানো প্রেমের বুলি।
ভালোবাসি বকুল তলা বকুল ফুল তুলি।
ভালোবাসি কদম ফুল কুড়ানো গাঁথা মালা।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি কলসি কাঁখে পুকুর পাড়ে মিষ্টি হাসি।
ভালোবাসি মুখ ভেংচি আড়ে আড়ে চাওয়া অহর্নিশি।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি জোস্না রাতে লক্ষ তারা গোনা।
ভালোবাসি উদাস বিকালে সুগন্ধি চুলের খোঁপা খোলা।
ভালোবাসি বৃষ্টি পেয়ে প্রিয় অভিমান ভোলা।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি সুঁই সুতো কাঁথা গুনগুনিয়ে গান গাওয়া।
ভালোবাসি মেঘ বাদলে দুরন্তপনা আকাশের দিকে চাওয়া।
ভালোবাসি রক্তজবা সদ্য ভেজা শরীরের টুপটাপ পানির ছোঁয়া।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি শত অভিমানে জানালায় বসে থাকা।
ভালোবাসি মান অভিমানে মুখ লুকিয়ে রাখা।
ভালোবাসি ভালোবাসি শত শর্তে প্রিয় অভিমান ভাঙা।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি লুকিয়ে লুকিয়ে শার্টের গন্ধ নেওয়া।
ভালোবাসি ছোট ছোট চিরকুটে ভালবাসার কথা পাওয়া।
ভালোবাসি শব্দ শুনে দরজার পিছনে লুকানো ছায়া।


কতটুকু ভালোবাসো?
ভালোবাসি লাজুক হাসি লজ্জা চাহনি ভুল ত্রুটি।
ভালোবাসি এলোমেলো কর্মকাণ্ড বাহারি খুনসুঁটি।
ভালোবাসি মন ভোলানো ছন্দ কবিতা আঁটি আঁটি।