এখনো ওঠোনি তুমি জেঁগে
আজান দেবে মসজিদে।
ক্ষতি হবে অনেক।
বুঝবে না কোন কিছুই।
হারাবে শুধু।
নেওয়ার থাকলেও পারবে না নিতে।


ঘুমকেই তুমি আসল মনে করলে।
মূল কথা তুমি ভুল করলে।
ভুলের মাসূল কেউ দেবে না।
দিতে হবে তোমাকেই।
পৃথিবীতে হয়তো না।
দিতে হবে পরকালে।


এখনো জেঁগে ওঠো।
আর হয়তো বেশি সময় নাই।
হয়তো কুড়ি-পচিঁশ মিনিট।
ঘুমিয়ে থেকো না।
লাভটা তোমারই হবে।
মন ভাল থাকবে,শরীর ভাল থাকবে।
বিরত থাকতে পারবে অনক কিছু থেকে।


মুয়াজ্জিন তাকবীর দিল।
নামাজীরা উঠে দারালো।
ইমাম সাহেব সূরা পড়তে শুরু করল।
তুমি এখনো ঘুমিয়ে রইলে।
এই-ই তুমি মুসলিম।
এটাই কি মুসলিমের পরিচয় ?


হায় রে ! কপাল।
একটা নামাজ হারাইলা।
আর হয়ত পাবে না ফিরে ।
তবু তুমি জেঁগে উঠলা না।
এই ফজরের নামাজ আর তোমার কপালে জুটবেনা।
হয়েছো শুধু মুসলমান।
মুসলিম হও নাই।
নামাজ পেয়েছো,নবি পয়েছো
নিজেকে গড়তে পার নাই।
ঘুম থেকে ঠিকই উঠলা।
সব কাজ সময়মত ঠিকই করলা।
শুধু যেটা কাজে লাগবে,সেটাই হায়াইলা।


কখন কি ঘটে কে জানে না।
কার নছিবে কি আছে তাও জানে না।
সময় হয়ত আছে।
হয়ত বা নেই মরনের তোমার আর সময়।
এখনো নিজেকে গড়ে তোলো।
ভরে তোলো ইসলামের আলোয়।
সাজিঁয়ে তোলো নিজেকে আললাহর নিয়মে।