আর নয় কাল ক্ষেপন
দ্রুত চাই প্রজ্ঞাপন।
আর করনা নয়ছয়
অচিরেই প্রজ্ঞাপন চায়।
প্রজ্ঞাপনের দাবিতে
আওয়াজ তুলো একসাথে।
থামবে না এই আন্দোলন
দিতে হবে প্রজ্ঞাপন।
প্রজ্ঞাপন নিয়ে ফিরবো ঘরে
সাহস কেবা ঠেকায় মোরে।
আর নয় প্রহসন
জারি করো প্রজ্ঞাপন।
অবাক পৃথিবী !
অবাক করলে তুমি।
জম্মেই দেখি
কোটায় পূর্ন জম্মভূমি।
না দিলে প্রজ্ঞাপন
থামবে না এই আন্দোলন।
প্রজ্ঞাপনে কালক্ষেপন
আন্দোলনের বীজ বপণ।
আর নয় লুকো চুরি
এবার চাই প্রজ্ঞাপন জাড়ি।
অনেক হল বিজ্ঞাপন
এবার চাই প্রজ্ঞাপন।
নেমেছি যখন রাজপথে
প্রজ্ঞাপন নিয়েই ফিরব তবে।
হলাম যখন রাজাকার
প্রজ্ঞাপন নিয়েই ফিরব এবার।
বাংলার শিক্ষার্থীরা কহে ছাড়িয়া নিঃশ্বাস
দ্রুত প্রজ্ঞাপন জারি হবে মোদের বিশ্বাস।
প্রজ্ঞাপন হতে দেরী কেন
ছাত্রদের সাথে প্রহসন কেন।
প্রজ্ঞাপন আজই চাই
ষড়যন্ত্রের ঠাই নাই।
ফাঁকির কোনো সুযোগ নাই
তাড়াতাড়ি প্রজ্ঞাপন চাই।
চলবেনা আর ফাঁকিবাজি
প্রজ্ঞাপন চাই তাড়াতাড়ি।
ফাঁকা আশ্বাস নিপাত যাক
প্রজ্ঞাপন মুক্তি পাক।
প্রজ্ঞাপন জারি কর
নইলে মোরে গুলি কর।
প্রজ্ঞাপন নিয়ে তালবাহানা
চলবে না চলবে না।
আর নয় বিজ্ঞাপন
এবার চাই প্রজ্ঞাপন।
পাঞ্জেরী গো পাঞ্জেরী
প্রজ্ঞাপন আর কতদেড়ি।
যুক্তিযুক্ত মুক্তি চাই
মৌখিক নয় প্রজ্ঞাপণ চাই।
প্রজ্ঞাপন জারি হলে
বাংলাদেশের মুক্তি মেলে।
চারদিকে একই শুনি
প্রজ্ঞাপনের জয়ের ধ্বন্নি।
প্রজ্ঞাপন জারি হলে
দেশবাশীর মুক্তিমেলে।
রাজপথ হবে হবে দাবানল
যদি না মেলে প্রজ্ঞাপন।
নেমেছি রাজপথে
প্রজ্ঞাপন নিয়ে ফিরবই তবে।
দেশে চাটুকারের ছড়াছড়ি
প্রজ্ঞাপন চাই তাড়াতাড়ি।
প্রজ্ঞাপনের বন্যায় উরিয়ে দেও অন্যায়।
আশ্বাসে আর বিশ্বাস নাই
এই মুহুর্তে প্রজ্ঞাপন চাই।