অব-ক্ষেপণ আত্নাহুতি বিষাদ বেদনা,
কান্না আহুতি পিতৃবিয়োগ রচনা,
ছাইপাঁশ জীবন অঢেল রটনা,
সদা বিদ্যমান এরূপ ঘটনা,


পিতৃলোক পরলোকগমন পায়ের কিছু চিহ্ন
কাঁদে অশ্রুসজল ভেজা বুক বিন্দু
লাশের খাটিয়া কাঁধে ভর অশ্রুসিক্ত
ধড়ফড় চিবুক নিশ্বাস অবচেতন অন্ধ


উঠানে হাটবাজার বহুরূপী রূপের পায়-চারি
কাঁদে মাতা আত্মীয় স্বজন আহাজারি
অতলে অচল শত প্রতিশ্রুতি মহামারি
নিভৃতে আত্মা কাঁদে মোর অনুশোচনাকারী,


পরপারে সুগন্ধি জলধারায় থেকো সযতনে
প্রভুর কাছে ক্ষমাপ্রার্থী দোয়া চরণে
অদৃশ্য স্পর্শে এসো কথা কানে
পাঁচ ওয়াক্তে দোয়া প্রতি আজানে।