আমার ঘরে কাশতো রোজ
বৃদ্ধ বয়সী এক বুড়ি।
দাদি বলে ডাকি তাকে
বলি ওরে আমার ছেড়ি।


সেই বুড়িটা প্রিয়তমা
অনেক কথায় আছে জমা।
দাদু যদি শোনে একবার
হেসে হয় রমরমা।


সেই বুড়িটা থাকতো চেয়ে
আমার পথ চেয়ে।
দেখা পেলেই দৌড়ে গিয়ে
আঁচলে মুখ দিতো ধুয়ে।


আব্বু যখন বকতো আমায়
বুড়ি আসতো ধেয়ে।
রাগী মুখে ধমক দিতো
আব্বুর দিকে চেয়ে।


সেই বুড়িটা চলে গেল
বছর খানেক আগে।
তার স্মৃতি তার কথা
হৃদয়ে এখনও জাগে।


ওগো খোদা ও দয়াময়
মাফ করে দিও তারে।
রেখো তুমি সহি সালামতে
তোমার নেক নজরে।