আমি উৎসিত আমি আনন্দিত
আমার জন্ম ক্ষনজন্মায় হয়নি বলে ।
আমি সিক্ত হয়েছি মহানন্দে
আমি জন্মেছি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বলে ।


আমি আনন্দে আটখারা হয়ে ডুবছি মরছি।
সাদনান্দে স্বপ্নাদেশ আমি ভাসছি উড়ছি ।
আমি মুচকি মুখলুকানো মুখরোচক হয়ে হাসছি দেখছি ।
আহ্লাদে আহ্লাদিত হয়ে উঁচু নিচু হয়ে ঘুরছি বেড়াচ্ছি ।


আমি কারাগার !
চার দেয়ালের মাঝে যার নিত্য বসবাস ।
নিত্য নতুন নিয়মে যার গৃহ বসবাস ।
সর্বদা নতুন মুখের সন্ধানে যার অন্তবাস ।
নতুন নির্যাতনের ধূপকাঠিতে যার সহবাস ।


আমি কারাগার !
আমি নির্যাতনে নির্যাতিত হয়ে যন্ত্রণার গল্প বুনছি ।
আমি শোকের অসুখে অসুস্থ হয়ে কল্পনার জালে ধরা পরছি ।
আমি অসহায়ের আবেগে আপ্লুত হয়ে প্রহরী হয়ে সময় গুনছি ।
আমি দুঃখে দুঃখিত হয়ে দুঃখের জ্বলে ডুবে মরছি ।


আমি কারাগার !
আমি বিবেকের শিকরে পদদলিত হয়ে হতাশায় পরাক্রান্ত ।
আমি ক্ষমতার হাতে বন্দি বদ্ধ জীবনের ব্যর্থতায় ভারাক্রান্ত ।
আমি টাকার গন্ধে সুবাসিত সর্বনাশের কলকব্জায় পরিত্যক্ত ।
আমি অস্বাধীন বিচারের বিক্রিত মামলার বিজ্ঞাপনে উক্তক্ত ।


আমি কারাগার !
আমি অসাধু অর্থলোভী রক্তপিপাসু ব্যক্তির জালে বন্দি ।
আমি চোর ডাকাত সন্ত্রাস কালোবাজারের সাথে সন্দি ।
আমি ধর্ষক ন্যায়বিচারকের নীতির অবনতির ফন্দি ।
আমি ভোগ বিলাসী ভোগ পাত্রের ভোগের নেশার জবানবন্দি ।


আমি কারাগার ! আমি......!
এখনও মুখ লুকিয়ে অদেখার ভান করে হাসছি ।
এখনও মুচকি হেসে কথা না শোনার ভান করে চুপসে আছি ।
এখনও কানাকানি চুপিচুপির শব্দে না বেজে হেসে খেলছি ।
এখনও পকেট ভর্তি থলের দলে না ভিরে একা একাই হাঁটছি ।


আমি কারাগার !
তবে এই ভেবে বেশ যত্নেই আছি
যেখানে এখনও স্বাধীনতার শত্রুদের বিচার হয় ।
এই ভেবে বেশ খোশ মেজাজেই আছি
যেখানে জাতির কলঙ্কিত সন্তানের বিচার হয় ।
এই ভেবে বেশ সুখেই আছি
যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হয় ।
এই ভেবে খুব ভালই আছি
যেখানে ক্ষমতা বিত্তবান শোষণকারীদের বিচার হয় ।


আমি কারাগার !
এভাবেই স্বভাবতই রয়ে যাব চিরকাল ।
এভাবেই স্বভাবতই পার হবে ক্ষনকাল ।
এভাবেই স্বভাবতই মুছে যাবে কলংকের দাবানল ।
এভাবেই স্ভাবতই আবার স্বাধীন হবে দেশ সারাটা কাল ।