প্রিয় কেশবতী,
কত সুদীর্ঘ প্রহরের সমাপ্ত  হয়ে গেল তবুও রয়েছি অপেক্ষায়;
অচিরেই অর্জন করেছি সব- তবে পাইনি তোমায় বলে- রয়েছি অপেক্ষায়;
হয়তো বা দেখা পেয়ে যাবো,তবে কবে-জানার জন্য হলেও রয়েছি অপেক্ষায়;
নিশিদ্ধ নগরীতে দিগন্ত প্রান ফিরিয়ে আনতে সেই থেকে রয়েছি  অপেক্ষায়;
এ অপেক্ষাকৃত মূহুর্ত যেন কোনো দিন শেষ হবে না!
তোমার দেখা না পাওয়া পর্যন্ত বুঝি এভাবেই অপেক্ষায় রয়ে যাবো-
যেমনটা অপেক্ষায় থাকি প্রতিটি মুহূর্ত তোমাকে নিয়ে অনুভবে  লিখতে-
যেমন মেঘ অপেক্ষায় থাকে বৃষ্টির পথ চেয়ে!
শীত অপেক্ষায় থাকে যেমন খেজুরের রসের!
যেমন,কৃষক অপেক্ষায় থাকে সোনালী ফসলের!
কোনো অসহায় প্রেমিকা অপেক্ষায় থাকে যেমন তার প্রেমিকের;
তেমনি আমিও আছি সেই থেকে আজ অব্দি তোমার অপেক্ষায়!
এই আমার তোমার জন্য অপেক্ষা করতে করতে প্রতিক্ষা হয়ে গেছে
তবুও তুমি এলে না -এলে না -এলে না
তাই বুঝি আমার এই অপেক্ষাকৃত মূহুর্ত অপেক্ষা করতে করতে প্রতিক্ষায় বদলে গেছে
তবুও তুমি এলে না -বলেই রয়েছি অপেক্ষায়।