খোলা রাস্তায় ল্যাম্পোস্টের মিটিমিটি আলোয়।
হেটে চলেছি,তোমার খোজে রাত্রি যে পেরোয়।
এতদুর হেটেও যেন,এ পথ না শেষ হয়।
দুঃখের ভারে পাদুকা গুলোও,বুঝি হয়েছে ক্ষয়।
তোমার খোজে কতদিন,কত রাত যে গিয়েছে কেটে।
এখনো আমি সেই পথে চলছি হেটে।
অপেক্ষা আমার একটু সুখের আশায়।
সুখ গুলো যেন মরীচিকা হয়ে ক্ষনে ক্ষনে কাদায়।
তবুও পাইনি খোজে, প্রিয়তমা তোমারে।
দেখেনা কেউ,বিষাদের সিন্ধু বইছে যে অন্তরে।
আর কতকাল বইবে বল,বিষাদের এই সিন্ধু।
চোখের পাতায় কতকাল রবে,নোণা জলের বিন্দু।