বীর বল,বাদশা বল,বলরে জমিদার।
একই লগনে সবাই মিশে হইবে একাকার।
বানাইলে কত অট্রালিকা,সুখের বারাম খানা।
সাড়ে তিন হাত জায়গা হইবে সবার ঠিকানা।
যতই করি ছল চাতুরি,ধরি যতই বায়না।
সবই দেখেন অন্তরযামী গোপন কিছু রয়না।
খূব সুরতি হওনা যত,যতই কর দৌলত।
দেখেন শুধুই অন্তরের,ঈমানী শওকত।
ঈসরাফিল বসে যেদিন,ফুঁকিবেন শিঙ্গায়।
ধন দৌলত সব ধংস হইয়া উড়িবে হাওয়ায়।
সকলই জাগিবে নাগা সম,সকলে হইবে তাগত।
ছুটিবে সবে একই পথে,হইবে কিয়ামত।
চিনিবেনা সেদিন কেহ,কেহ হবেনা আপন।
ইয়া নাফসি বলিয়া সবে করিবে ক্রন্দন।
ওজন করিবেন মহাজনে,সকল আমলনামা।
হিসাবের খাতা খুলিবেন সবের,কত বাকি আছে জমা।
গরমিলের হিসাব সেদিন যাইবে রে বুঝা।
কেহ হইবে মুক্ত আবার কেহ পাইবে সাজা।
সবই তুমার খেলা যে খুদা,সবই যে হেকমত।
তুমার হাশরে আশ্রয় দিয়া,এই গুলামে করিয় রহমত।