ইট কাঠ পাথুরের,বদ্ধ চার দেয়ালে।
বন্দী আমি যাতনার শেকলে।
বিদ্রোহ করি আত্মার সনে।
রণ ঝংকার বাজিছে মনে।
জাগিয়া ওঠে বজ্র কন্ঠ,উন্মত্ত হুংকারে।
অনুরাগ তার পিছুটানে,আঁকড়ে রাখে ধরে।
ধ্বনিত হয় দেয়ালে দেয়ালে,কম্পনে তা দোলে।
পুড়িতেছি সদা,যেন ণরকের অনলে।
জ্যান্ত দিয়াছে কবর যে হায়,তুলিয়া পোড়ায় শশ্মাণে।
চেঙ্গি দিয়া রাখিছে আবার,ভরিয়া যে কফিনে।
কেহ শুনে না আর্তনাদ,ঐ অতৃপ্ত আত্মার।
বিধাতার কাছে সপিলাম সবই,তুমিই করবে বিচার।