সুখের আশায় ঘুঁরছি সদা দুঃখের বোঝা লয়ে
দুঃখ আমার পিছু টানে সুখ পাব কেমনে;

দয়া কর মালিক মাওলা তোমার দয়া চায়
তুমি ছাড়া এ ভূবনে কেউ তো আমার নাই!

জীবন নৌকা উল্টো স্রোতে চলছে সর্বদায়
তরী আমার ভীরলো না তো,সবুজ সুখের গাঁয়;

জীবন নৌকা ঘুঁরছে সদা দুঃখের বোঝা লয়ে
সুখের ঘাঁটে ভীরবে কবে মহান প্রভু জানে!

প্রভু তুমি অপরুপ তোমার নেই কোন তুলনা
জীবন নৌকা সুখের ঘাঁটে একটু ভীরাও না;

প্রভু আমি পাপী তাপী,আমি গুনাহ্ গার
জীবন নৌকা উল্টো স্রোতে আর বাইবো কত কাল.?