এদেশ তোমরা করেছ স্বাধীন
আমরা রাখিনি তার মান,  
বারবার কলঙ্কিত করেছি
রক্ত দিয়ে তোমরা এনেছিলে যে সন্মান।


আমি দেখিনি হানাদার
দেখিনি হায়নার দল,
তবে কেন স্বাধীন দেশে দেখছি
আগুনে পোড়া সন্তান হারা মায়ের চোখের জ্বল।


আমরা বুঝিনা দল, বুঝিনা রাজনীতি
আমরা বুঝি মানুষ আর মনুষ্যত্বের নীতি।


ওরে হায়নার দল স্বাধীন দেশে
কেন কেড়ে নিচ্ছিস মায়ের কাছ থেকে
নাড়ি ছেঁড়া সম্বল।


যারা করছে আগুন সন্ত্রাস
পুড়ছে বিবেক, পুড়ছে জাতি  
তাদের ঘরে কি নেই,
সন্তান পরিজন আর সাথী।
ধিক্কার তাদের শত ধিক্কার
যাদের আন্তর কাঁপেনা  
নারী পুরুষ আর অসহায় শিশুর চিৎকার।