মুখোশটারে দেখতে দেখতে মুখটাকে ভুলে যাই
দাও বিধাতা শক্তি এবার যেন মুখটাকে চিনতে পাই
মুখোশের আড়ালে থাকে কতশত রঙ আর কত লালসা
মুখোশটা তবুও কি নিদারুণ ভাবে জাগায় ভরসা।


মুখোশের মাঝে থাকে হাসি আর ভালোবাসা
আড়ালে তার সর্বনাশের ভয়ংকর বাসা।
মুখোশ দিয়ে আঁকে যারা মিথ্যে স্বপ্ন ছবি
দিনের আলোর মতো উদয় হয় একদিন ছলনার রবি।


মুখের সব রঙ্গের হোক এবার অবসান
মুখোশধারী মানুষগুলো যেন পায় শুদ্ধ প্রাণ।