মনের ক্যানভাসে আকা বালিকার রংগিন ছবি গুল আজ বিষাদের কাল রং এ ছেয়ে গেছে।
আজ আর নিষ্পলক দৃস্টিতে তাকিয়ে থাকেনা আমার দিকে।
একবার অনেক চেষ্টার পর একেছিলাম মনের ক্যানভাসে ছবিটি কিন্তু আজ শত চেষ্টা করেও কাল ছাপ উঠাতে পারিনি।


আজ আর রাত জাগিনা দেখিনা নতুন করে স্বপ্ন
আজ বালিকা তুমি মনের মাধুরীতে মিশে নেই
মিশে নেই নিশ্বাসে প্রশ্বাসে শিরায় উপশিরায়।
আজ আর আচমকা দুঃস্বপ্নে ঘুম ভেংগে যায় না।
আজ আমার প্রিয় মানুষ গুল জিজ্ঞেস করে আছি তো আমি অনেক সুখেই।


আমি দির্ঘশ্বাস ভেলে বলি হ্যা আছি সুর্য ছাড়া কাটানো প্রতিটি দিনের মত,
আছি শেকড় উপড়ে ফেলা গাছের মত যাকে কিনা টোকা দিলেই ধুলিসাত হয়ে যায়,
আছি সেই পাথরের মত যে এখন আর শত দুখের আঘাতেও ভাজ্ঞে না,
হ্যা এইত আমার সুখ কেউ কি কখন পেয়েছ থাক তে এমন।