গেলে গো বালিকা আর
তো এলেনা
বসিয়া বসিয়া মোর মন
আকাশে ঝরিছে অশ্রু বন্যা।
বালিকা তোমার নিষ্ঠুর হৃদয়
কাদে নাকো কোন ক্ষনে
নাকি ব্যথায় ব্যাথায় পাথর
বাধিয়াছ তুমি মনে।
বালিকা তোমার এল
কেশে বাধিয়া দিতে ইচ্ছে করে বন ফুল
কিন্তু পরেক্ষনেই
ভাবি কি না কি ভাবিয়া করিতেছি ভুল।
বালিকা তোমায়
ছিনিয়ে আনতে যদি গো পারতাম
তোমায় নিয়ে দুর
হতে দুরান্তরে যেখানে নেই কোন
কলরব সেখানে ছুটিয়া যেতাম।
বালিকা তোমায়
কল্পনাতে ভাবি দিবা রাতি
বাস্তবে কি আদৌ তুমি হবে হৃদয়ের সাথি।
বালিকা তোমার এত কাছে থেকেও
কেন বা এত দুর
কেন বা চাহিয়া তোমায়
উঠাতে পারি না হৃদয়ে সুর।
বালিকা ইচ্ছে হলে আসতে পার তুমি
তোমার জন্য রইল সাজা হৃদয়ের চরন ভুমি।