আজ বড্ড পেতে ইচ্ছে হয়
তবে কি জানি কি ভয় লাগে সংশয়।
আজ বড্ড বেশি ডাকতে ইচ্ছে হয়
তবে কন্ঠ জুড়ে কি জানি কি অভিমানের ময়লায় ছেদ পড়ে যায়।
আজ বড্ড বেশি ভাবতে ইচ্ছে হয়
তবে কি জানি কি ভাবনার আকাশ জুড়ে ছলনার খেলা।
আজ বড্ড বেশি ভুলতে ইচ্ছে হয়
তবে স্মতি জুড়ে কেন জানি সেই শ্যামল মায়া।
আজ বড্ড বেশি দূরে সরে থাকতে ইচ্ছে হয়,
ইচ্ছে হয় সব কিছু ভুলে গিয়ে নতুন করে সাজাই আবার সবকিছু।
কখনবা ইচ্ছে হয় তোমায় চিরতরেই ভুলে যাই
কিন্তু, কিন্তু কি জানি কি ভাবনায় তোমায়
দু সেকেন্ড ভুলে থাকতে গিয়ে সারাটা বিকেল মনে মনে ভাবতে হয়।


ইচ্ছে হয় তোমার হাতে হাত রেখে জ্যোৎস্না স্নান দেখি
হেটে চলি খালি পায় সমুদ্র কিনারায়।
কখন বা এমন ইচ্ছে হয় বুকে জড়ার জামার সাথে তোমায় সুতর মত
গেথে নেই নেই।