জীবন মানেই যুদ্ধ
আর যুদ্ধ মানেই জয়-পরাজয়।
এই জয় পরাজয় নিয়েই
জীবনকে সাজাতে এসেছি মরুর প্রান্তরে।


ব্যস্ততায় জীবনের সখ,আহ্লাদ,
ভালোবাসা,সবকিছুই আজ বিলীন হয়েছে...
তপ্ত বালির বুকে সিক্ততায় ভিজে ভিজে যায়।
তবুও ভালোবাসা রয়ে যায়, সহে যায়;
বিরহী জীবন ;চাওয়া-পাওয়ার মাঝে
শূন্যতাই বিরাজ করে আজীবন।
কিছু কিছু মনের আসক্তি নিয়ে যায়
দূর-দুরান্তে স্মৃতিময় সময়,
সোনালি ফ্রেমে বন্দী হয়ে...
বুকেরই ভিতর আনাগোনা করে প্রতিনিয়ত।


প্রিয়জন, প্রিয়মুখ,প্রিয়সুখ ;
আজ সব কিছুই দূরে দূরে।
---------------------------------------------
প্রথম প্রকাশঃ ৩১/০৫/২০১৭ ইং
ইউ,এ,ই,(দুবাই)