কতদিন দেখিনি সেই প্রিয় মুখ
দেখিনি নির্ঝরা প্রিয়ভাষিনী
ফাগুন চলে গেছে তবুও ফাগুনের
আগুনজ্বলা থামেনি এই বুকে।


চৈত্রের খরতাপ ভীষণ দর্শনে  বৈশাখী ও ছুটে
জৈবিক চেতনায় জৈষ্ঠে ফলে ফলে ভরে  উঠে।
আষাঢ় শ্রাবণ নয়তো বরিষণ এ যেনো ক্লান্ত  চোখে  শোকের সাগর  ক্ষণেক্ষণে ঢেউ উঠে।


একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে ধূসর স্মৃতি হয়ে
সবকিছুই এমন এলোমেলো হয় সময়ের ফোঁড়ে
পৌষ এলে আর কী হবে? পৌষলক্ষ্মী  নেই ঘরে
হেমন্তের সেই মিষ্টিমাখা প্রাণে প্রিয় সুখ মরে।


এখন নেই আর হলুদের তেপান্তর
নেই সর্ষের ক্ষেত নেই কাশফুলের চর
ছাই ছাই উড়ে দখিনা বাতাসে নয়ন জলে
কতদিন দেখিনি সেই প্রিয় মুখ প্রাণের তরে।

__________________________প্রথম প্রকাশঃ ০৩/০৪/২০১৭ ইং
ইউ,এ,ই (দুবাই)