আমি সদ্য কবি হয়ে উঠেছি,
আমি কবি হয়ে উঠেছি তোমার জন্য।
আমার মনের নিভৃতে যে কথাগুলি
প্রতিদিন মরে মরে বেঁচে উঠে
সে কথাগুলি মনের অগোচরে
খুঁজে-ফিরে তোমাকে।


প্রতিটি স্বরবর্ণ,ব্যঞ্জনবর্ণ,অপুষ্টিতে ভুগতো!
সৌন্দর্য মলিন হত,যদি তোমার বিচরণ না হত।
এক একটি অক্ষর,এখন আমার কাছে তুমি; বাল্যশিক্ষার প্রতিপাদ্য,যেনো আমি নতুন শিখি!
তোমার আপাদমস্তক বিস্তৃত শরীর সৌন্দর্যরূপ
আমি অমৃতপান করি,আমি ঘোরে থাকি চুপ!


যখন আমি কবি হয়ে উঠেছি,
উপলব্ধিতে তোমার জন্য;
শব্দগুলিকে সাজিয়েছি,
আমার অমনোযোগী হাতের স্পর্শে
বেখেয়ালিপনায় ধৈর্যশীলতার প্রয়াসে।
তবুও আমি শব্দের পাঠ নিতে পিছুটান হইনি ;
ব্যাকরণ, জীবন দর্শনে,
আমি পরিপক্ব হয়ে উঠতে পারিনি।
তবে আমি এখন,কবি হয়ে উঠেছি,
শুধুই তোমার কারণে।


জীবন'তো আমাকে শিখিয়ে দিয়েছে
নানান প্রতিকূলতার ভিতর রাশি, রাশি;
তবুও জীবনের মানে কি?
আজো খুঁজে পাইনি এই বড্ড পরিসরেও!


গতবছর যে ঝড় বয়েছিলো...
সে ঝড়ের তাণ্ডব লীলায়,
আমি মুহ্যমান হয়ে পড়েছি।
আমার চলার শক্তি এখন নির্জীব, নিস্তেজ ;
প্রাচ্য জগতের উপর বয়ে যাওয়া,
পারমানবিক বোমা,বিস্ফোরিত;
তার চেয়ে বেশি জঘন্য ছিলো বুকের বিদীর্ণে!


অনাকাঙ্ক্ষিতভাবে, তোমার আগমনে...
একটু একটু বেঁচে উঠতে শিখে,
আমি  সদ্য কবি হয়ে উঠেছি।
-------------------------------------------
প্রথম প্রকাশঃ ০১/০৭/২০১৭ ইং
ইউ,এ,ই,(দুবাই)