গুপ্ত রহস্যে অস্তিত্বহীন অনুভূতি,
অপ্রকাশিত সংযমে অন্তরে জ্বালায় তুষের আগুন! যেমন করে,জমে যাওয়া রক্তপিণ্ড
উষ্ণতার পরশ শীত এলেই খুঁজে।


এই স্বার্থপরতা অন্ত্য চোখে আঙুল দিয়ে
আমি বহুবার উপলব্ধি করেছি।
মানুষ কেন বাঁচে? অধরা জীবনের কাছে অস্পষ্ট
দিগন্ত মিলিয়ে যায়, সীমারেখা ছোঁয়া যায়না যেমন।


গোমড়া জীবনে বুঁদ হয়ে থাকা কলঙ্কময় নয় কি?
হাত বাড়িয়ে কি পাই? পথ চলে কি মিলে?
শুধু দৃষ্টিশক্তি মনের আগুনে মেলে ধরে
যদি একটু উষ্ণতা মিলে তবেই কি নয় প্রাপ্তি?


এই প্রাপ্তি চিরদিনের এই প্রাপ্তি আরাধনার
এই প্রাপ্তি মিলন মোহনার এই প্রাপ্তি প্রেরণার।


---------------------------------------------
রচনাকালঃ ১৩/০১/২০১৮ ইং
ইউ,এ,ই,(দুবাই)