কতদিন ধরে কত কল্পনায় জল্পনায়
কত মিনতিপূর্ণ বাক্যাংশ খরচ করে
কত মধুরভাষী হয়ে দূর প্রবাসী
কত অজানারে জানিতে চাহিলাম।


কত জ্ঞানী গুণী কত কাঙ্ক্ষিত সুধী
কত উপত্যকার পথ পাড়ি দিয়ে
কত সাধনাময় জীবনেতিবৃত্ত দেখেছি
কত মুর্খামি দেখেছি বিলাসিতার ভিতর।


কত অহংকারী কত পথচারী দেখেছি
কত আবর্জনায় মিলিয়ে গেছে
কতদিন ধরে রাখেনা খবর আপনারে
কত সুখের ভিতর আছে কে জানে?


ভেবে বুঝে পাইনা কেনইবা মানুষ?
আমরা কী আদৌ মানুষ?
আমাদের ভিতর আমাদের খুঁজে
কতদিন ধরে ঘুমিয়েছে অন্তরস্থ কে জানে?
__________________________
প্রথম প্রকাশঃ ২৬/১২/২০১৫ ইং
ইউ,এ,ই,(দুবাই)