যে কখনো সংগ্রাম করেনি
জীবনের সাথে ভালোবাসার  সাথে
সে কখনো দাঁড়াতে পারেনি তৃপ্তির
নিশ্বাস ফেলে,সে কখনো অনুভব করেনি
দু'টি সচল পায়ের গতিপথের রেখা,
কোন সীমানায় বাঁধা পড়ে।


সে কখনো সৃষ্টি করতে পারেনি
ভিন্ন পথের নতুন যাত্রা!
সে এমনি এক দয়ার নিকৃষ্ট বণ্টনে
টানাপোড়নে  আটকে রয় কাছির তলায়!
সে অনুক্ষণ উৎপীড়নে অতিষ্ঠ থাকে।


সে জ্বলে যায় লোবানের মত
বেঁচে থাকে ছাইয়ের অবশিষ্ট যত!
যে কখনো সংগ্রাম করেনি
সে কখনো বুঝেনি সহপাঠী
কিংবা সহযোদ্ধাদের আর্তনাদ।


কী করে ভেঙ্গে যায় চুরমার হয়ে যায়
ফুলের অঙ্কুরোদগম কাঙ্ক্ষিত স্বপ্নের বাগান
সে কী কখনো ভেবে দেখেছে?কঠিন দেয়ালের ভিতর
পরিচর্যাহীন ফুলটিও নিরস নিথর?


তারপর ভাষাহীন আপোষে
ছুঁয়ে যায় নিরবতার স্লোগান
নিজে নিজেই জ্বলেপুড়ে যায়
তবুও করে যায়  জয়গান!
এই তো ক্ষণিকের,এইতো দোষ ছাপানোর দু'টি
মুদ্রিত অক্ষরের সংলাপ,কে না বুঝে বলুন?
----------------------------------------------------
আরব আমিরাত, দুবাই
রচনাকালঃ ০৯/০৩/২০১৮ ইং
ভোরঃ ৫টা ৩০ মিনিট সময়।