জঘন্য সুখের মোহে
তুমি ভুলে গেছো অদৃষ্ট আঁচ
অনমনীয় তুলিতে নও তুমি
পরিপূর্ণ পরিপাটি সাজ!


তোমার অযাচিত স্বীকৃতি
সুখের প্রেমপ্রীতি খুলেছে বস্ত্রখণ্ড
পরাগমেখে মিথ্যে আবেশে
জীবন করেছে লণ্ডভণ্ড!


মীমাংসা নেই আঁকড়িয়ে বিভ্রান্তিকর
জাগতিক সুখে ভুলে গেছো  ভবিষ্যৎ।
হে মানব নরম কোমল মাটি হয়ে যাও,ভুলভ্রান্তি
সবকিছু শোধিত করে নতুন করে জাগ্রত হও।
--------------------------------------------------
রচনাকালঃ ২৩/০১/২০১৮ ইং
ইউ,এ,ই,(দুবাই)