অনন্য সুলভ রীতিনীতি,
কলমের কালিতে পরিস্ফুট হয়ে  উঠে।
ব্যক্তি বা বক্তার সেই সুলভ সুলিখিত দলিল,
মনন চিন্তনে ব্যাপক সমালোচনার ঝড় তোলে।
যখন এই দলিল মানবতা ক্ষুণ্ণ করে,
জীবন ধ্বংস করে;


একটি দেশের পুরো জনতা হতাশায় ভুগে,
নির্ভাবনা থাকার কোনো উপায় থাকেনা।
নিরুপায় জনগোষ্ঠী,
অনিশ্চিত ভবিষ্যতের পথে ধাবিত হয়।


যেকোনো বিষয়ে সুনজর না দিলে তা,
ভুলে ভুলেই রচিত হয় সব ভুলের মোহড়া।
একনিষ্ঠ হতে হবে ব্যক্তি স্বার্থের উর্দ্ধে,
কেউ যদি মনে করে,আমি আমাকে তুলে ধরতে চাই।


তাহলে তা হতে হবে,
সকলের স্বার্থ বিবেচনা করে।  
সকলের সুন্দর চিন্তা কল্যাণ যেন,
অনুগ্রহকারীদের ভিতর সুপ্রসন্ন হয়।


সুমিহি বার্নিশ করা একটা কাঠের চেয়ারে
ভরা যৌবনের যন্ত্রণায় আমি ছটপট করছি।
আমার এই রঙিন সুমিহি বার্নিশ করা চেয়ারটি
এক সময় জীবন্ত একটা সবুজ প্রাণ ছিলো।


আলো-বাতাস দিয়ে আমাকে রেখেছিলো
সতেজ সুশীতল সুন্দর পরিবেশে।
আর এখন আবার সেই সবুজ প্রাণটি,
বিসর্জন দিয়ে আমাকে করেছে,
সম্মানিত কদর্য্যপূর্ণ।


কিন্তু অবহেলিত এই সবুজ প্রাণটির
কী ছিলো অপরাধ?
---------------------------------------------
প্রথম প্রকাশঃ ০৪/০৯/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)