(এক)


সবুজ বৃক্ষের প্রাণ নিঃশেষ করে,
শৌখিনতা এমন ভাস্কার্য অনর্থক!
একটি সবুজ বৃক্ষ সহস্র প্রাণের খোরাক,
আসুন বৃক্ষতলে শীতলতার ঘরে।


(দুই)


উচ্ছল হাসিতে লুকিয়ে যাই ত্রিশ বছর আগে,
এই সেই জীবন এই সেই ভাগাভাগি।
হৈ হুল্লোরে ভীষণ মাখামাখি,
তবুও আশাবাদী আমরাই ভবিষ্যৎ প্রজন্ম।
__________________________
প্রথম প্রকাশঃ ২২/০৩/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)