সব আহাজারি গুমরে মরে ছোট্ট কোঠরে
দিবানিশি কার লাগিয়া
অকারণে  বারে বারে চক্ষু মেলিয়া
সবই বুঝি নিরবে ব্যথাতে মন পুড়িয়ে।


সখা যদি প্রাণে যায় মরিয়ে, প্রেম বিহনে
একা একা ভীষণ একা দহন জ্বালা
জ্বলে জ্বলে মরে চিত্তদাহ পুড়ে
সবই বুঝি নিরবে ব্যথাতে মন পুড়িয়ে।


অবুঝ সবুজ বনে পাখিরা সুর তোলে
সুমধুর সেই সুরে বনবিহারী পুড়ে
একা একা উড়ে দলের ভিড়ে মিলে
সবই বুঝি নিরবে ব্যথাতে মন পুড়িয়ে।
------------------------------------------
রচনাকালঃ ০৫/০৩/২০১৫ ইং
আরব আমিরাত, দুবাই।