অন্যায়ের প্রতিবাদ যে করে
আর যে অন্যায় দেখে চুপটি মেরে বসে থাকে
দুইজন এর মধ্যে তফাৎ হলো
একজন জ্বলে পুড়ে মরে কারাগারে
অন্যজন জ্বলে পুড়ে মরে বিবেকের কাছে।


চলমান জীবন গতি...
দুর্দশা দুর্নীতির হস্ত বেড়েই চলে
কাঠগড়ায় স্বাক্ষী রেখে হাকিমের সম্মুখে
যাহা বলিব সত্য বলিব এই পবিত্র বাণী
অনায়াসে মিথ্যে বলে চালিয়ে দেয়।


সত্যের গলে ঝুলন্ত রশি
মুর্খামি স্বার্থান্ধ বড়ই বেশি
সম্মুখে যাপিত জীবনের ফাঁসি
নিষ্পাপ কত প্রাণ অকারণে
প্রাণ হারায় মিথ্যের আবরণে।


__________________________
প্রথম প্রকাশঃ ০৭/০৩/২০১৫ ইং
ইউ,এ,ই,(দুবাই)