এতগুলি নিষ্পাপ অভিরুচি তোমাদের প্রসিদ্ধিতে
নিরাশ করেছে,মলিন দর্শনে মৃতের আলয়;


বেশভূষায় আড়ম্বরপূর্ণ নাট্যমঞ্চে কেউ রাজার রাজা,
কেউ ভিখারি সাজে ক্ষণিকের;


ধুঁইয়ে ধুঁইয়ে যে জ্বলেছে পুরাদস্তুর, তোমাদের খাঁই খাঁই শক্তির ভিতর এরা পরিত্যক্ত ;


আর কতদিন তোমাদের দৌরাত্ম্য রবে,কতদিন হয়ে ফিরবে অভিধেয় স্বত্ব্যের দলিল;


অতিরঞ্জন শুন্যে বিবেকের প্রশ্নে আমি এখন দুঃখ পীড়িত, তবুও রেখে দিলাম আড়ালে;
---------------------------------------------
প্রথম প্রকাশঃ ২৫/০২/২০১৭ ইং
ইউ,এ,ই (দুবাই)