বুঝিনি কোন কুক্ষনেতে গোলকধাঁধায় ফেঁসে,
জীবনটা মোর কেমন ধারা গেলই যেন টেঁসে
বাইরে যাবার পথটি খুঁজে হয়রান আমি একা,
মোহ আধারে কোথাও কিছু যাচ্ছেওনা দেখা ৷
তার উপরে করালবদন ভাগ্য করে পরিহাস,
জীর্ণ আমিই একা বসে ফেলছি শুধু দীর্ঘশ্বাস ৷
আশার আলো অল্প-বেশি  জ্বলে ওঠে মাঝে মাঝে,
সেই ভরসায় ঘুরে ফিরি, পথের খোঁজে, সকাল-সাঁঝে;
তবুও হায় মরনবৃত্ত ছায়ার মত পিছু টানে,
জীবন ক্রমে হচ্ছে ক্ষয়, অসীম শূণ্য সবখানে ৷৷