টুনুর মেনি ঘাপটি মেরে
দাঁড়িয়ে পথে কাছে
একদৃষ্টে তাকিয়েছিল
ফড়িং দেখে গাছে।

এমন সময় দুটো ছাগল
করল সবই মাটি
গঙ্গাফড়িং গেল উড়ে
দেখিয়ে দাঁতের পাটি।

একটা ছাগল ধূর্ত খুবই
মারল জোরে গুতা
আঘাত পেল টুনুর মেনি
গায়ে দারুণ ব্যথা।

টুনু ছিল গেটের ভিতর
দেখে ছাগের কান্ড
দৌড়ে এসে কোলে তুলে
গায়ে লাগায় মন্ড।

লেজ নাড়িয়ে এল কাছে
সোহাগ মেখে গায়
টুনুর কোলে ঘুমিয়ে পড়ে
নরম কেদারায়।